অস্ত্র কাঁধে আবার সেই সেনাবাহিনী!

0

এম.এ মজিদ,সিটিনিউজ :: হঠাৎ আতংক ছড়িয়ে পড়ল রোহিঙ্গা ক্যাম্পে।পালাবার কোন পথ আর বাকি নেই। ভীনদেশে এসেও কি মুক্তি পাবে না? অজানা আতংকে তারা দিশেহারা।ধীরে ধীরে কাছে আসতে থাকল সেই সেনারা। উৎকণ্ঠা পৌঁছে গেল চরম পর্যায়ে। মানসিক উত্তেজনায় টগবগ করছে রোহিঙ্গাদের মন।অবাক বিস্ময়ে হতবাক নির্বাক হয়ে চেয়ে রইল নির্যাতিত অসহায় চেহারা গুলো। ইউনিফর্ম পড়া যে লোকগুলো তাদের পশুর চেয়েও জঘন্য কায়দায় মেরেছে, আজ তারাই নিয়ে এসেছে খাদ্য!

এক বুক অবিশ্বাস নিয়ে হাতে নিল ত্রাণের খাবার। মুখে তুলে দিতে গিয়েও থেমে যাচ্ছিল হাতগুলো। কিছুক্ষণ পরই অবশ্য ভুল ভাঙল সকলের।
বাসস্থান তৈরি, শৃঙ্খলা আনয়ন, ত্রাণের সুষম বন্টন ইত্যাদি নানা কাজে বাংলাদেশ সেনাবাহিনী এখন রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত।

শরণার্থী রোহিঙ্গারা এখন বলে, “ওপারেও আর্মি, এপারেও আর্মি। ওপারে নিজের, এপারে পরের। ওপারে মারে, এপারে বাঁচায়।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.