• Monday, October 23, 2017
logo
add image
ঈদে মমতাজের দুই গান

ঈদে মমতাজের দুই গান

বিনোদন : ঈদুর ফিতর উপলক্ষে ‘‌‌এই অন্তরে ’ ও ‌‘মনটা যে উড়াল দিল’ শিরোনামের দুটি গান নিয়ে আসছেন মমতাজ। গান দুটির কথা লিখার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এস কে সমীর। সম্প্রতি দুটি গানের রেকর্ডিং শেষ হয়েছে সমীরের হোম স্টুডিওতে। শুক্রবার দুপুরে এমনটিই জানিয়েছেন- এই সঙ্গীত পরিচালক।

গান প্রসঙ্গে শিল্পী মমতাজ বলেন,‘দুটি গানই আধু‌নিক ফোক। গানগুলোর সাথে কিছু অং‌শে থাকছে র‍্যাপ। অনেকটা হিপহপ ধাঁচের হবে গানগুলো । যা তরুণদের বেশ উপভোগ্য হবে, সমান ভাবে উপভোগ করবেন সব বয়সের শ্রোতারা।’

গত ঈদে সমীরের ফিচারিংয়ে মমতাজ ও ফজলুর রহমান বাবুর দ্বৈত অ্যালবাম ‘শূন্যবাড়ি’ প্রকাশ হয়। আলোচনায় আসে অ্যালবামটি। এ ছাড়াও সমীরের সঙ্গীতে একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন মমতাজ। সেই গান‌টি প্রকাশের অপেক্ষায় আছে।

Leave a reply