নগরীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা, পুলিশের কঠোর নিরাপত্তা

0

নিজস্ব প্রতিবেদক::শ্রীকৃষ্ণের জন্মতিতিতে চট্টগ্রাম আজ সোমবার থেকে চারদিনের জন্মষ্টমী উৎসব শুরু হয়েছে। সকাল ১০.০০ টায় জেএম সেন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মষ্টমী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এজন্য অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েন রয়েছে।

শোভাযাত্রায় হাজার হাজার নর-নারী ও শিশু অংশগ্রহণ করে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন শোভাযাত্রা উদ্বোধন করেন। এছাড়াও বিভিন্ন মন্দিরে পূজা, অর্চনা, তরকব্রক্ষ নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। নগরীর জেএম সেন হলে আজ থেকে চলবে ৪ দিনব্যাপী অনুষ্ঠান।

এদিকে শোক দিবস উপলক্ষে নগর জুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করবে সিএমপি। প্রতিটি মোড়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। নগরীতে থাকবে ৩৫টি চেকপোস্ট। এসব চেকপোস্টে ট্যাক্সি, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরণের যানবাহনে তল্লাশি চালানো হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.