• Saturday, November 18, 2017
logo
add image

পলোগ্রাউন্ড স্কুলে জাতীয় শোক দিবস পালন

পলোগ্রাউন্ড স্কুলে জাতীয় শোক দিবস পালন

পলোগ্রাউন্ড স্কুলে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. নুরুল আবছারের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. জানে আলমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মো. দিদারুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রবীণ কুমার ঘোষ, মো. শাহ আলম, শিক্ষক প্রতিনিধি সৈয়দ মো. খালেদ, মো. মেছবাহুল হক।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন শিক্ষক এটিএম হাফেজ আহমেদ, কাঞ্চন কান্তি মহাজন, মীর মো. আবদুল মোন্এম, সীমা ভট্টাচার্য, রফরফে নূর সিদ্দিকা, দেবাশীষ শীল, তনি সেন, তসলিমা আলম প্রমুখ।

সভা শেষে পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মাহফিল মুনাজাত পরিচালনা করেন শিক্ষক এস এম বোরহান উদ্দীন।

উত্তর দিন