পাহাড় ছাড়ছে না মানুষ

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,সিটিনিউজ : পাহাড় কেটে বসতি নির্মানের ফলে ঘটছে মানবিক বিপর্যয়। বাড়ছে মৃত্যুর মিছিল। ৯০ দশক থেকে ঘটছে মর্মান্তিক পাহাড় ধ্বস। ২০০৭ সালের ১১ জুন ৪৬৬ মি.মি বৃষ্টিতে নগরীতে ১১টি স্থানে পাহাড় ও দেয়াল ধসে ১৩২ জনের প্রাণহানি ঘটে। এর পর প্রতিবছর বর্ষা মৌসুমে ঘটছে মৃত্যুর ঘটনা। অতি সম্প্রতি ঘটেছে পাহাড় ধ্বস। ১৮৮০ সালে আসাম বেঙ্গল রেলওয়ের সদরদপ্তর করার পর পাহাড়ের মধ্যে বাড়িঘর ও অফিস করা শুরু হয়।

এরপর গণপুর্ত অধিদপ্তর, চট্টগ্রাম ওয়াসা, সিএমপি, চট্টগ্রাম সেনানিবাস, জেলা প্রশাসন, ও বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে বসতি নির্মানের কারনে এখন পাহাড় ছাড়ছে না মানুষ। নগরীর টাইগারপাস মর্তিঝনা কলোনী, পাহাড়তলী, জঙ্গল সলিমপুরে পাহাড়ে গড়ে উঠেছে ঘনবসতি। ফের পাহাড়ধসের আশঙ্কা করা হলেও পাহাড় ছাড়ছে না তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.