ফখরুলের গাড়িবহরে হামলা রহস্যজনক : হাছান মাহমুদ

0

সিটিনিউজ ডেস্ক::রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি প্রতিনিধিদলের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বিএনপি নেতাদের অভিযোগের মুখে আজ রোববার দুপুরে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাঙ্গুনিয়ার এ সংসদ সদস্য।

আজ সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও আহত হন। শামীম মাথায় আঘাতপ্রাপ্ত হন।

হামলার পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, হামলা ও ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকরা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন।

তবে হামলায় অভিযোগ অস্বীকার করেছেন হাছান মাহমুদ। দুপুরে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনা রহস্যজনক। কারণ, গাড়িতে ধাক্কা লাগার পর রাঙ্গুনিয়া থানা পুলিশ সেখানে যায়। পুলিশ বিএনপি নেতাদের রাঙামাটি পৌঁছে দিতে সহায়তার আশ্বাস দেয়। তারপরও তাঁরা সেই সহায়তা নেয়নি। তাহলে তাঁরা কি আসলেই রাঙামাটি যেতে চাচ্ছিলেন, নাকি ইস্যু তৈরি করতে চাচ্ছিলেন সে রহস্য থেকেই যাচ্ছে।’

আবার ঘটনার এত দিন পর বিপর্যস্ত পাহাড়ি মানুষদের দেখতে যাওয়াটা সন্দেহজনক বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষ সেখানে হামলা করে থাকতে পারে। আওয়ামী লীগ এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তবে রাঙ্গুনিয়ার সবাই আমার ভোটার।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.