বন উজাড় করে কার্গো বোট তৈরী!

0

চকরিয়া প্রতিনিধি:: চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি খাসঘোনা গ্রামের বন বিভাগের শতবর্ষী মাদার ট্রি গর্জন গাছ কেটে কার্গো বোট তৈরী করছে বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের, ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেধাকচ্ছপিয়া বনবিটের খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি খাসঘোনা গ্রামের ছাবের আহমদের পুত্র সুবিধাভোগী অসাধু ব্যবসায়ী মো: ইদ্রিস অবৈধ কার্গো বোট তৈরী করছে। স্থাণীয় বন বিট কর্মকর্তাকে উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে বন বিভাগ থেকে অনুমতি নিয়েছে বলে সাধারণ লোকজনকে মৌখিক কথাবার্তায় ধমকী দিয়ে বন বিভাগের শতবর্ষী মাদার ট্রি গর্জন গাছ বন দস্যূদের মাধ্যমে কেটে এনে তার কার্গো বোট তৈরী করতেছে বলে জানান এলাকার সচেতন মহল ।

এ ব্যপারে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দু রাজ্জাক জানান , এ কার্গো বোট তৈরী সম্পর্কে কোন ব্যক্তি বা সংশ্লিষ্ট কোন বন কর্মকর্তা আমাকে মৌখিক কিংবা লিখিতভাবে জানায়নি। তাই এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া এ পর্যন্ত কোন অভিযোগও আমার কাছে আসেনি। অভিযোগ পেলে বন বিভাগের আইন অনুযায়ী তদারকির মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

এছাড়া মেধাকচ্ছপিয়ার বন বিট কর্মকর্তা জাকির আহমদকে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে বারংবার তার ফোন সংযোগ না পাওয়াতে কোন ধরণের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.