বাঁশখালীতে মৌলভী সৈয়দ আহমদের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

0

কল্যাণ বড়ুয়া,সিটিনিউজ:: বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় প্রধান সড়কের পাশে শহীদ মৌলভী সৈয়দ আহমদের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদ স্মৃতি সংসদের আয়োজনে ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন, ১৯৪৪ সালের ১১ মার্চ বাঁশখালীর শেখেরখীল লালজীবন গ্রামে জন্ম নেন মৌলভী সৈয়দ আহমদ। সিটি কলেজ থেকেই শুরু হয় তার সংগ্রামী জীবন।

১৯৭৫ এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে কজন সাহসী সন্তান প্রাণ দিয়েছেন মৌলভী সৈয়দ ছিলেন তাদের মধ্যে প্রথম শহীদ। ১৯৭৭ সালের ১১ আগস্ট স্বৈরশাসকসরকার বিচারে মৌলভী সৈয়দ আহমদকে হত্যা করেছিল।

তৎকালীন স্বৈরশাসকসরকারসেদিন বিচারের নামে প্রহসন করে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। কর্ণেল তাহের সহ অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল।

পূর্বদেশ পত্রিকার সম্পাদক শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি জানান, মৌলভী সৈয়দ আহমদের স্মৃতি স্মরণে একটি স্মৃতিফলক তৈরী করা হবে। স্মৃতিফলককে তার জীবনী লেখা থাকবে।

আলোচনাসভা শেষে মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী নিজের লেখা “ছাত্রলীগ ষাটের দশকে চট্টগ্রাম” বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারুল আজিম আরিফের হাতে তুলে দেন।

শোকসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিআনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, পূর্বদেশ পত্রিকার সম্পাদক শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জাকের হোসেন বাচ্চু, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, আওয়ামীলীগ নেতা ডা. সাইফুল আজম,বাঁশখালী কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, চট্টগ্রাম আইন কলেজের ভিপিরায়হানুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, জহিরুল ইসলাম বাবর, ইমরানুল হক, শহীদুল ইসলাম, ওবায়দুল ইসলাম এবং আরাফাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজীব গুহ। কোরআন তেলায়াত করেন সিরাজুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.