বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

0

সিটিনিউজ ডেস্ক :: মাশরাফি বিন মুর্তজা- দেশের ক্রিকেটের বড় নাম। খ্যাতি আর ব্যক্তিত্বের কারণে প্রায়ই তাকে অ্যাম্বাসেডর বানিয়ে দলভুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার এই কাজ করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ। জনপ্রিয় প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি।

২৮ সেপ্টেম্বর বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন জাতীয় ক্রিকেট দলের (ওয়ান ডে ম্যাচ) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

বিকাশের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে মাশরাফি বলেন, ‘দেশের সাধারণ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। বিকাশ শুধু মানুষের দৈনন্দিন বা জরুরি প্রয়োজনেই পাশে থাকছে তা নয় বরং স্বাস্থ্যসেবা এবং শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিকাশ তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ সংখ্যায় বিশ্বকে বদলে দেওয়া সেরা ৫০টি কোম্পানির মধ্যে ২৩তম স্থান করে নিয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।’

বিকাশের সঙ্গে যুক্ত হওয়ায় মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নয়, বরং একজন অনুকরণীয় ব্যাক্তিত্ব। তিনি লাখ লাখ বাংলাদেশিদের সামনে একজন আইকন।

তাঁর সততা, আবেগ, বিনয় এবং হার-না-মানা সংকল্প দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহজ, দক্ষ এবং নিরাপদে মোবাইল আর্থিক সেবা প্রদানে বিকাশের প্রতিশ্রুতি ও মূল্যবোধের সাথে চমৎকারভাবে মিলে যায়। আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে দেশের মানুষকে অনুপ্রাণিত করতে মাশরাফির সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।’

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অন্তর্গত প্রতিষ্ঠান আইএফসি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীকে মোবাইল ফিনানশিয়াল সার্ভিস দিয়ে আসছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.