ভারতে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল

0

খেলাধুলা ডেস্ক,সিটিনিউজ :: ভারত সফরে এসে একের পর এক শুধু হারের মুখই দেখতে হচ্ছিল অস্ট্রেলিয়াকে। ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছিল হার দিয়ে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর কিছুটা স্বস্তি ফিরেছিল অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু জয়ের আনন্দটা তাঁরা ভালোভাবে উপভোগ করতে পারেননি অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্য।

গুয়াহাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হয়েছেন হামলার শিকার।

হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে ইট ছুড়ে মেরেছিলেন ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা। যেন জয় পাওয়াটাই হয়ে গেছে তাদের অপরাধ। ঢিলের আঘাতে ভেঙে গেছে বাসের কয়েকটি কাচ।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার-কর্মকর্তারা কেউ আহত না হলেও মানসিক ধাক্কা পেয়েছেন প্রচণ্ড।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ এক টুইটবার্তায় লিখেছেন, ‘টিম বাসে পাথর ছুড়ে মারার ঘটনাটা বেশ ভীতিজনক।’

ভারত সফরের আগে বাংলাদেশ সফরে এসেও এ ধরনের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়ার। চট্টগ্রাম টেস্ট চলার সময় অস্ট্রেলিয়ার টিম বাসে লেগেছিল ইটের আঘাত। সে সময় অবশ্য অস্ট্রেলিয়ান কোনো খেলোয়াড় বাসে ছিলেন না।

মাঠের লড়াইয়ে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা বেশ ভালোমতোই টিকিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। শুরুতে বোলিং করে স্বাগতিক ভারতকে মাত্র ১১৮ রানেই আটকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা।

পরে ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যে দুটি উইকেট হারালেও ভারতকে আর কোনো সুযোগ দেননি মইসেস হেনরিকে ও ট্রাভিস হেড। তৃতীয় উইকেটে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তাঁরা।

শুক্রবার (১৩ অক্টোবর) হায়দরাবাদে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.