অভিভাবকরাই হচ্ছে ছাত্র-ছাত্রীর ভালো ফলাফলের নিয়ামক- এম পি ওয়াসিকা

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  আনোয়ারা খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান উন্নয়নে শনিবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ। বাবু প্রকাশ বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগেশ চন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের অধ্যক্ষ সুধীর চক্রবর্ত্তী, খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন আহম্মদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনপ্রিয় বড়ুয়া, অভিভাবক সদস্য শেখ হারুনুর রশিদ, সহকারি শিক্ষক মিজানুর রহমান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহছেনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামী দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, অবিভাবককরাই হচ্ছে ছাত্র-ছাত্রীর ভালো ফলাফলের নেয়ামত, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের আরো যতœবান হতে হবে। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বাল্যবিবাহের বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রধান অতিথি স্কুলের প্রত্যেক শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথমস্থান অধিকারী ৫ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.