অসুস্থ শ্রমিক নেতা আবুল বশরের শয্যাপাশে ফরিদ মাহমুদ

0

সিটিনিউজ ডেস্ক :: পতেঙ্গা আওয়ামী লীগের সাবেক ত্যাগী, পরীক্ষিত নেতা, আন্দোলন সংগ্রামের স্টীল মিল শ্রমিক লীগের সাবেক নেতা, যুবলীগ নেতা মো: শওকত রানার পিতা আবুল বশর দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিল রোগে ভুগছেণ।

সোমবার(৩১ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন আবুল বশরকে দেখতে যান মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ সহ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, হাফেজ জামাল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মো: নাছির উদ্দিন, মো: দিদারুল আলম, মনির হোসেন, মো: সালাউদ্দিন, লিটন দেব, মো: আলমগীর, মো: মোজাম্মেল হোসেন, নগর ব্লাড গ্রুপের সভাপতি বিপ্লব সাহা, ইয়াসিন ভূইয়া, আশিক ইলাহী, মো: হায়দার, বন্দন সেন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন ৯০-৯৬ সালে এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালণ করেন নানা দুঃসময়ে তাদের পাশাপাশি আমাদের নেতৃবৃন্দকে দাঁড়াতে হবে।

পরে ফরিদ মাহমুদ ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আতিকুর রহামানকে তার বাসায় দেখতে যান।

এ সময় সদ্য অস্ত্রপাচার করা চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য একরাম হোসেনের শরীরের অবস্থানের খোঁজখবর নেন।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিনুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, ইয়াসিন ভূইয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.