আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে টুইটারে দ্বিতীয় বিসিবি

0

প্রযুক্তি ডেস্ক, সিটিনিউজ ::  ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফলোয়ারের দিক দিয়ে এক নতুন রেকর্ড করল।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টুইটারে দ্বিতীয় স্থানে রয়েছে বিসিবি।

বিসিবির অফিসিয়াল টুইটার একাউন্ট খোলা হয় ২০১১ সালের জুলাই মাসে । Bangladeshcricket@bcbtigers নামে বেশ দাপটের সাথে টুইটার দাপিয়ে বেড়াচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রথম স্থানটি অবশ্য সহজেই অনুমেয় ১৩০ কোটি জনসংখ্যা বিশিষ্ট দেশ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এর ঠিক পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই তালিকায় বিসিবি পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো প্রভাবশালী ক্রিকেট বোর্ডকেও।

নিচে টুইটার ফলোয়ারের দিক থেকে শীর্ষ ১০টি দেশের ক্রিকেট বোর্ডের নাম দেয়া হল-

১. ভারতীয় ক্রিকেট বোর্ড (৫০ লক্ষ)

২. বাংলাদেশ ক্রিকেট বোর্ড (১৫.৬ লক্ষ)

৩. দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (৭.৭ লক্ষ)

৪. পাকিস্তান ক্রিকেট বোর্ড (৭.৫ লক্ষ)

৫. ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (৬.৯ লক্ষ)

৬. শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (৫.৪ লক্ষ)

৭. নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (৩.৫ লক্ষ)

৮. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (২.৩ লক্ষ)

৯. জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (১.৬ লক্ষ)

১০. অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (১.৫ লক্ষ)

 

তথ্যসুত্র-ইন্টারনেট

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.