আওয়ামীলীগের হাইকমান্ড বিব্রত

0

জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ : অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। অকারনে ৫৭ধারায় মামলা, দলীয় নেতাকর্মীদের নেতিবাচক আচরণ ও বিতর্কিত কর্মকান্ডে এই অস্বস্তি। একের পর এক এ ধরনের ঘটনায় জনমনে সঞ্চারিত হচ্ছে ক্ষোভ, ভাবমুর্তি নষ্ট হচ্ছে সরকারের। প্রতিটি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এসবের পুনরাবৃত্তি ঠেকাতে না পারায় বিব্রত দলটির হাইকমান্ড। এদিকে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা ও জোয়ারের পানি ঠেকাতে সেবা সংস্থাগুলোর ব্যর্থতার দায়ভারও পড়ছে সরকারের উপর।

জনগণ ট্যাক্স আদায় করলেও কোন সুফল পাচ্ছেনা। রাস্তাঘাট ভাঙ্গা, গর্ত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ছাত্রলীগের গ্রুপিং,চাঁদাবাজি, টেন্ডারবাজী, পেশীশক্তির মহড়াসহ নানা অপকর্মে অতিষ্ট নগরবাসী। আওয়ামীলীগের হাইকমান্ডের একজন দায়িত্বশীল নেতা জানান, সাম্প্রতিক সময়ের নানা কারনে সরকার ব্যবস্থা নিলেও অপরাধের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে পড়ছে দলের নেতাকর্মী। এতে করে সরকার বিব্রত। ববগুনার ইউএনওর নামে মামলা, বগুড়ায় মা-মেয়ের মাথা ন্যাড়া, ৫৭ ধারায় গ্রেফতার সাংবাদিক। এই অবস্থা নিয়ে এমপি এনামের বক্তব্য বেশ আলোচিত হয়েছে সারাদেশে। এতে করে নেতিবাচক প্রভাব পড়েছে জনমনে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.