আগস্ট মাসে বাজারে আসছে অপ্পো এফ১এস

তথ্য ও প্রযু্ক্তি : গত কয়েক বছরে সেলফি নিয়ে সারা বিশ্বে বেশ বড় রকমের একটা উন্মাদনা তৈরি হয়েছে। এখন স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারীরা ব্যাক ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরায় গুরুত্ব দেন বেশি। সেলফিপ্রেমী গ্রাহকদের মন জয় করে এই ক্ষেত্রে এগিয়ে থাকতে একটি ডিভাইস আনে অপ্পো। অপ্পো এফ১ প্লাস নামের ওই স্মার্টফোনটিতে ছিলো ১৬ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

এবার ‘অপ্পো এফ১এস’ নামের আরেকটি ফোন আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। আগস্ট মাসে বাজারে আসবে এই ফোন। আগস্ট মাসের ৩ তারিখ বাজারে আসছে নতুন ফোনটি, টুইট করে এ কথা জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৬-তে প্রথমবার প্রকাশ্যে আসে নতুন মডেলটি। এই ফোনের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশেষ ক্যামেরা, যেটি সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের৷ পাশাপাশি নতুন স্মার্টফোনের দামও গ্রাহকদের আকর্ষণ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নতুন মডেলটির স্পেশিফিকেশন নিয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে ডিভাইসটি ‘অপ্পো এফ১’র চেয়ে শতগুণ ভালো হবেই বলে মনে করছেন প্রযুক্তিপণ্য বিশ্লেষকরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.