আঞ্জুমান এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর ইফতার মাহফিল সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি :  আঞ্জুমান এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যেগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রহমতের প্রথম ১০রমজান মঙ্গলবার(৬ই জুন) বিকাল .৪ টায় পটিয়া সাতগাছিয়া দরবারে অনুষ্ঠিত হয়।

মাহফিলের প্রধান অতিথি সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদ এ রসুল (দঃ) গাউছে দাওরান শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রীয় পর্যায়ে একটি সুন্দর ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার পাশাপাশি সবাইকে ভালো কাজে ঐক্য হতে হবে ।মাহে রমজান আত্মশুদ্ধির মাস। পাপ-তাপ, গ্লানি থেকে বেরিয়ে এসে অশেষ পুণ্যার্জনের মাস মাহে রমজান।প্রতিটি কাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় অন্তরে জাগ্রত থাকলে মানুষ কোনো দিন পাপাচার ও জুলুমযজ্ঞে শামিল হতে পারে না।

সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
                       সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন মোহাম্মদ আব্দুল খালেক চেয়ারম্যান।প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, বিশেষ বক্তা মাওলানা শাওকত হোসাইন আল কাদেরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু তৈয়ব, ডাঃ এম. এ. হোসেন, ছদরুল্লাহ খান।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন টুটুল, রানা, মঈনুদ্দীন সাইফু, মাওলানা নজির আহমদ, নাছির উদ্দিন, ইয়াছিন, শাকিল, জিয়াউদ্দিন, হাফেজ মুহাম্মদ ফারুক আল কাদেরী, শাহ নেওয়াজ নুরুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.