আদালতে হাজির হতে রোনালদোর প্রতি আদালতের সমন

0

খেলাধুলা : কর ফাঁকির মামলায় আদালতে হাজির হতে হচ্ছে রিয়াল তারকা রোনালদোকে। আগামী ৩১ জুলাই সিআরসেভেনকে আদালতে হাজিরা দিতে হবে বলে এরই মধ্যে স্পেনের সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছে। মাদ্রিদের পোসলোর আদালতে স্থানীয় সময় সকাল ১১ টায় রোনালদোকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে।

রোনালদোর বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরোর কর ফাঁকির অভিযোগ আনে দেশটির ট্যাক্স কর্তৃপক্ষ। অভিযোগপত্রে বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে এ অপরাধে জড়িত ছিলেন তিনি। তবে বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

এদিকে স্পেনের কর কর্তৃপক্ষের এমন অভিযোগে ভীষণ বিরক্ত রোনালদো। তাই এই দেশ ছেড়ে দিতে চান তিনি। গত নভেম্বরে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা ৩২ বছর ফরোয়ার্ডকে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজিসহ অনেক ক্লাব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.