আনোয়ারায় ১২টি ঘর আগুনে পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ফেরীঘাট এলাকার জমিলার বাপের বাড়িতে বৃহস্পতিবার(৮জুন) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে লাগা আগুনে মো. বাদশা, মনজুরুল আলম, মো. বাছা মিয়া, মো. ইদ্রিছ, আবদুর রহিম, মো. কামাল, নুরুল আলম, নুর মোহাম্মদ, নুর হোসেন, দেলোয়ার হোসেন, জাহানারা ও শাহানারার ঘর পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রতিটি পরিবারের নগদ টাকা, স্বর্ণলংকার ও আসবাপত্রসহ গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আনোয়ারা থানায় জিডি সূত্রে জানা গেছে।

ঘটনার পর আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেন।

এ ব্যাপারে বারখাইন ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক আজিজ জানান, নগদ ১০ লাখ টাকাসহ আগুনে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.