আন্তর্জাতিক ডেটা সেন্টার টেকনলোজিস্ সামিট শুরু

0

সাবিনা আক্তার,সিটিনিউজ ::  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে ‘আন্তর্জাতিক ডেটা সেন্টার টেকনলোজিস্ সামিট’।

দ্বিতীয় বারের মতো ২ দিনের এই আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো হলো- আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, সিংগাপুর, সুইজারল্যান্ড, ভারত এবং শ্রীলংকা।

সম্মেলন আয়োজন করেছে ডেটা সেন্টার প্রফেশনাল সোসাইটি অব বাংলাদেশ ও ডিসিআইকন।

১৪ সেপ্টেম্বর প্রধান অতিথি হিসাবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়াম্যান ড. শাহজাহান মাহমুদ, আপটাইম ইনস্টিটিউট এর মি. জন ডাফিনসহ আরো অনেকে।

আন্তর্জাতিক এই সম্মেলনে ৫৯ টেকনিক্যাল সেশন থাকবে এবং এর মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে দুটি সেশন থাকবে। সেশন দুটি হলো – Cyber Security Awareness for Business Leaders ও Cyber Security: Threats, Vulnerabilities, and Countermeasures।

সেশন দুটি পরিচালনা করবেন সাইবার সিকিউরিটি ফোরাম বাংলাদেশের কো-ফাউন্ডার এবং ইউনিভার্সিটি আইটি ফোরামের প্রতিষ্ঠাতা আজিম উ. হক। সাইবার নিরাপত্তার গুরুত্ব বোঝানোর জন্য এই প্রথম LIVE Demonstration দেখানো হবে বলে আয়োজকদের পক্ষ সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন করে সম্মেলনের প্রতিটি সেশনে অংশগ্রহণের সুযোগ থাকছে।

রেজিস্ট্রেশন- www.cybersecurity-bd.com

এ সামিট প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সম্মেলন শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.