আবুধাবীতে প্রজন্ম বঙ্গবন্ধু’র প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সম্পন্ন

0

আবুধাবী প্রতিনিধি :  আবুধাবীতে প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার ২৫ মে স্থানীয় সময় রাতে ফুডল্যান্ড হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহবুব হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন ইউ এ ইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুধাবি যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাবিবুল হক খোন্দকার, পরিবেশ বিজ্ঞানী ও দুবাই চিড়িয়াখানার পরিচালক ড. রেজা খান, প্রবাসী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মোতালেব, বিজনেস কাউন্সিল এর ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী বাবুল,যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হান জামিল, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর, আবুধাবি বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান বেলায়েত হোসেন হিরো, নিমাই সরকার, প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলার শহীদুজ্জামান ফারুকী, জনতা ব্যাংক ইউ এ ই’ র মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন, বিমান এর রিজিওনাল ম্যানেজার ইকবাল আহমদ চৌধুরী, অধ্যাপক আবু তাহের,ফজলুল কাদের আজিম,শেখ মোহাম্মদ সেলিম, এস এম কামাল হোসেন, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম আহসান, এরশাদুল ইসলাম, আব্দুল করিম কাইয়ুম , জাকির হোসেন, শামসুল হুদা হিরো, শেখ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, সৈয়দ মোহাম্মদ রাশেদসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,”বঙ্গবন্ধু অনন্য এক সম্মোহনী শক্তির নাম ছিলেন যে তাঁর ডাকে সারা দেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর কন্যা শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন,দেশ আজ উন্নয়নের মহা সড়ক ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ।”

তিনি প্রজন্ম বঙ্গবন্ধু’র সেবামূলক কাজের প্রশংসা করেন এবং দেশের সূর্যসন্তানদের সম্মানিত করার জন্য সংগঠনকে ধন্যবাদ জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.