আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

0

নিজস্ব প্রতিবেদক::সংযুক্ত আরব আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) স্থানীয় তৌহিদ রেস্টুরেন্টের হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু মনসুরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা মমতাজ। প্রধান অতিথি ছিলেন শেখ খলিফা বিন জায়েদ, বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুর হাসান।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রয়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু তাহের, প্রজন্ম বঙ্গবন্ধুর সাবেক সভাপতি এস এম কামাল, আমিরাত জাতীয় কবিতা মঞ্চের উপদেষ্টা সাহিত্যিক ডা. শামসুর রহমান, বাংলা ভিশন আমিরাত প্রতিনিধি জাহাঙ্গীর কবীর বাপ্পী প্রমুখ।

বিশেষ বক্তা ছিলেন আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক শামসুর হুদা হিরো। উপস্থিত ছিলেন, আবু তাহের তারেক, রুহুল আমিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, আয়ুব খান, মোহাম্মদ খোরশেদ, হান্নান, কামাল উদ্দিন, মোহাম্মদ খোকন, এনাম, মনজুর আলম, মামুন, এরশাদ।
সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিযে একযোগে কাজ করতে হবে। সন্ত্রাস, ষড়যন্ত্র, জঙ্গিবাদ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে আরো এগিয়ে নিতে হবে।পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.