আরও দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা

0

সিটিনিউজ ডেস্ক:: আরও দুদিন ভারি বৃষ্টি হবে।

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

টানা বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

সাগর উত্তাল থাকায় ইতোমধ্যে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে,

রোববার থেকে রাজধানীসহ দেশের সব এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাতিয়ায় দেশের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে,

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

লঘুচাপ বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্বাভাসে বলা হচ্ছে,

রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকাসহ বজ্র বৃষ্টিপাত হতে পারে।

কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিও হতে পারে।

এসময় ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান,

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার দিনের প্রথমভাগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (৮৯ মিমি বা অধিক) বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা আরও দুদিন অব্যাহত থাকতে পারে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে।

ছবি: মোহাম্মদ হানিফ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.