আসছে দুই ডিসপ্লে’র স্মার্টফোন

0

তথ্য ও প্রযুক্তি,সিটিনিউজ :: দুটি ডিসপ্লে থাকবে, এমন একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই।

এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড অথোরিটি এমন তথ্য জানায়। এ মাসেই ‘অ্যাক্সন এম’ মডেলের স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে জেডটিই।

ওই প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোনটির দুটি আলাদা স্ক্রিন মিলিয়ে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। এছাড়া ডিসপ্লে দুটি ভাঁজ করেও রাখা যাবে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট রম, ৩১২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

স্মার্টফোনটির সম্ভাব্য মূল্য ৬৫০ ডলার।

জেডটিই’র পাশাপাশি একই ধরনের স্মার্টফোন নিয়ে কাজ করছে স্যামসাং। ২০১৯ সাল নাগাদ স্মার্টফোনটি বাজারে আনতে পারে স্যামসাং।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.