আহলে বায়তের আত্মত্যাগের দৃষ্টান্তের তুলনা হয়না

0

রাউজান প্রতিনিধি::রাউজান হলদিয়া আমিরহাট বজার জামে মসজিদে দশদিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল ৪র্থ ও ৫ম দিবসে বক্তারা বলেছেন কারবালার ময়দানে হযরত ইমাম হোসাইন (রা) নেতৃত্বে নবী পরিবারে আত্মত্যাগের দৃষ্টান্তের তুলনা হয়না।

গত সোম ও মঙ্গলবার রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবী। সচিব সাংবাদিক এম বেলাল উদ্দিনের পরিচালনায় ৪র্থ দিবসে উদ্বোধক ছিলেন গহিরা ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন আল্লামা ইদ্রিচ আনছারী।

আজ মানুষ ত্যাগের পথ ছেড়ে ভোগমুখী জীবনে নিজেদের সঁপে দিয়েছে। আহলে বাইতে রাসুল (দ.) ত্যাগের দর্শন ছেড়ে ভোগমুখী জীবন বেচে নেওয়ায় সারাবিশ্বে মুসলমানদের উপর ভয়াবহ দুর্ভোগ-দুর্যোগ নেমে এসেছে। তারা আরো বলেন ত্যাগ ও কোরবানী ছাড়া আল্লাহর মকবুল বান্দা হওয়া যায় না।

প্রধান ওয়ায়েজ ছিলেন ফটিকছড়ি গাউছিয়া কমিটির সভাপতি মাদ্রাসা সুপার আল্লামা সরোয়ারুল আলম আল কাদেরী। তকরির করেন মওলানা এস এম তৈয়বুর রহমান। ৫ম দিবসে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ আবু তৈয়ব।

এতে প্রধান অতিথি ছিলেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারী। প্রধান ওয়য়েজীন ছিলেন নাজিরহাট দারুস সুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আল্লামা জাফর উদ্দিন কামালী।

বিশেষ অতিথি ছিলেন মওলানা তাজ মুহাম্মদ রেজভী। এতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এস এম বাবর, আলহাজ্ব ইদ্রিছ চৌধুরী,মওলানা মুহাম্মদ মোজাম্মেল,মওলানা নুরুল আজম,আলহাজ্ব সোলায়মান চৌধুরী। পরে ছালাতু ছালামী ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.