ইঞ্জিনের আগুনে পুড়ে ছাই সিএনজি

0

চকরিয়া প্রতিনিধি : চকরিয়া পৌরশহরের সোসাইটি এলাকায় ইঞ্জিলের শর্ট সাকির্টের আগুনে পুড়ে গেছে যাত্রীবাহি সিএনজি অটো রিক্সা। তবে ওইসময় গাড়িতে যাত্রী না থাকলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক নুরুল আলম। মঙ্গলবার(১৯জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের সোসাইটিস্থ আজাদ লাইব্রেরীর সামনে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। গাড়িটির মালিক সাহারবিল ইউনিয়নের চোয়ারফাড়ি এলাকার এনামুল হক সওদাগর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চকরিয়া সদরের সোসাইটি এলাকায় যাত্রী পরিবহনের জন্য যাচ্ছিলেন ওই সিএনজি গাড়িটি। ওইসময় হঠাৎ করে ইঞ্জিল থেকে শর্ট সার্কিট হলে মুর্হুতে গাড়িতে আগুন লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, আগুন লাগার পরপর চালক গাড়ি থেকে নেমে যান। পরে তিনি গাড়ির আগুন নেভাতে চেষ্ঠা করলে তাঁর মাথার কিছু চুল পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পানি নিক্ষেপ করে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে গাড়িটির ভেতরে বাইরে এবং ইঞ্জিল পুড়ে ছাই হয়ে যায়। তবে ওইসময় গাড়ির ভেতর থাকা গ্যাস সিলিন্ডারটি অক্ষত থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে যান আশপাশের লোকজন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.