ইরানের ৪ শহরে বন্যা: নিহত ৮

0

আন্তর্জাতিক ডেস্ক:: ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ইরানের খোরাসান রাজাভি প্রদেশের চার শহরে ৮ জন মারা গেছে ।

এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা যায় ।

বন্যা কবলতি শহরগুলো হলো- দারগাজ, কুচান,নশিাপুর এবং কালাত।

অ্যাম্বুলেন্স ও ত্রাণ সামগ্রীসহ ১৯০ জন ত্রাণকর্মীকে বন্যা কবলতি শহরগুলোতে পাঠানো হয়ছেে বলে জানয়িছেনে খোরাসান রাজাভি প্রদেশের রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মুজতবা আহমাদি।

প্রায় সাড়ে ৪০০ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে  ঠাঁই নিয়েছেন।

এছাড়া, কালাতের কাছে একটি গ্রামে আটকে পড়া ৪০ র্পযটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পবিত্র নগরী মাশাদের দমকল বাহিনী ।

গত এপ্রিলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় চার প্রদেশে ৪৮ ব্যক্তি নিহত হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.