ইয়াবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচানোর আহবান- জেলা প্রশাসক

0

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ‘আমাদের তরুণেরা গড়ে উঠার আগেই বিভিন্নভাবে ইয়াবার প্রতি ঝুঁকছে। এখনই এসব রোধ করে তাদের ইয়াবা থেকে বাঁচাতে হবে। জেলা প্রশাসক গতকাল বৃহস্পতিবার(৮জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ না কেউ ইয়াবার সাথে জড়িত আছে, তাই এসব রোধ করতে হবে।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ ও সাংবাদিক এম নুরুল ইসলাম।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কর্মরত সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ও উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক পরে উপজেলা পরিষদের কয়েকটি কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.