ঈদে হানিফ সংকেতের নাটক ‌‌‘পরিণামে পরিণয়’

0

বিনোদন : জীবিকার প্রয়োজনে বিদেশে কাজ করেন দুই যুবক। দীর্ঘদিন পর ঈদের ছুটিতে তারা দেশে আসেন। একজনের মধ্যে দেশের এবং মায়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। আরেকজন দীর্ঘদিন পর দেশে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অস্বস্তিতে ভুগতে থাকেন। দেশে এসে এরা জড়িয়ে পড়েন নানান পারিবারিক জটিলতায়।

হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘পরিণামে পরিণয়’। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনী, আরফান, দিলারা জামান, কে.এস.ফিরোজ, সোলায়মান খোকা, শিরিন আলম, সুভাশিস ভৌমিক, ইকবাল, নজরুল, মতি, ফরিদসহ আরও অনেকে।

নাটকের সূচনাসংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। আবহসংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ‘পরিণামে পরিণয়’ প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.