উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে ত্রান বিতরণ

0

শহিদুল ইসলাম উখিয়া প্রতিনিধি::উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন রোহিঙ্গা বস্তিতে ২৯২ রোহিঙ্গা পারিবারকে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্সরুয়ারি) সকালে কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন শেড অফিসে এই ত্রান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি )সাইফুল ইসলাম মজুমদার,জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মনিরুল হক,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইন উদ্দিন সহ এনজিও সংস্থার প্রতিনিধি।

উল্লেখ্য মালেশিয়া সরকারের প্রদত্ত রোহিঙ্গাদের জন্য এ ত্রান সামগ্রী পাঠানো হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি রয়েছে কাপড়-চোাপড়,কম্বল ,বাথ টাওয়েল, সেনেটারি প্যাড,টুথব্রাশ,ডেটল ও ওষুধ সহ পঁয়ত্রিশ ধরনের জিনিস। উখিয়ার সাড়ে নয় হাজার রোহিঙ্গা পরিবার এ ত্রান বিতরণ করা হবে বলে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.