উখিয়ার কুতুপালং শিবির পরিদর্শনে মন্ত্রী মেহের আফরোজ চুমকি

0

শহিদুল ইসলাম,উখিয়া :: উখিয়ার কুতুপালং শরনার্থী শিবির ও বালুখালী রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন মহিলাও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বৃস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং অস্থায়ী ক্যাম্পে শিশুদের জন্য শিশুবান্ধব কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬০ শতাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক শিশু বিষয়ক এনজিও সংস্থার কর্মীরা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সহ সার্বিকভাবে দেখভাল করছে।

পাশাপাশি বাংলাদেশ সরকার হতে তাদের জন্যে আলাদা একটি শিশুবান্ধব কেন্দ্র খোলা হয়েছে। মাতা-পিতা ছাড়া এসব শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সুযোগ পাবে।

পরে মন্ত্রী ত্রাণ কেন্দ্র ১ ও বালুখালী ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  আনিসুল হক, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, কক্সবাজার মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, উখিয়া থানা তদন্ত ওসি মো. কায়কিসলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন প্রমুখ। 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.