উখিয়ায় বিএনপি নেতাসহ আটক-৬

0

শহিদুল ইসলাম,উখিয়া,সিটিনিউজ :: সরকারি বনভুমিতে অবৈধভাবে শরনার্থী ক্যাম্প স্থাপন করে রোহিঙ্গাদের আশ্রয়দানের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে কক্সবাজারের উখিয়ার ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী এলাকা থেকে এসব দালালদের আটক করে কক্সবাজার র্যাব-৭।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২০ দিনের এবং ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া এলাকার মনির আহমদ (৪৫), ফরিদ আলম (৩০), নুরুল কবির (৩২), নুরুল আমিন বাবু (৩৫), জয়নাল আবেদীন (৩৫) ও শাহাব উদ্দীন। এরমধ্যে মনির আহমদকে ২০দিন অন্যান্যদের ১৫দিন করে কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের প্রশাসনের ম্যাজিষ্ট্যেট জুয়েল আহমদ।

র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন,উখিয়া-টেকনাফে একটি দাদাল চক্র রোহিঙ্গাদের পুজিঁ করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই দালাল চক্রের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.