উত্তরপ্রজন্মের কাছে- রিয়াজ হায়দার চৌধুরী

0

উত্তরপ্রজন্মের কাছে
—-রিয়াজ হায়দার চৌধুরী —
পিতা, তোমার রক্তমাখা বাংলা ছেড়ে আমি কোথাও যাবোনা /
জানি, হাইব্রিড কাক আর কাকতাড়ুয়ার দেশে আমাকে জ্বলতে হবে হবে ক্ষোভের শ্মশানে /
গোলাম আজমের শিষ্যরাও আজ সস্ত্রীক মাথা টুকে পদ পদবীর জন্যে এই বাংলায়,
আমজনতার দলের মাজারে রোজ সিজদায় নত ওরা /
খাদেমেরাও কেউ কেউ আজ নব্য মোশতাক হয়ে দেয় উঁকি ,
তোমার নিখাদ চুরুটের ধোঁয়া বেচে আঁতাত করে আইএসের সাথে
কিংবা হেফাজতি আলখেল্লার গোপন পকেটে খুঁজে
বেহেস্তের ঘ্রাণ ! /
মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দেই /
রাজপথ কিংবা অনাগত প্রেমিকার হাসিমুখও বিষাদ লাগে খুব ! /
নেতা, যে বাংলায় দিয়েছো তুমি সুবর্ণ যৌবন / সঙ্গীনের তীব্র থাবায় দিয়েছো সাহসী বুক, নিজের জীবন /
যে দেশ তুমি এনেছো অগ্নিবলয় বিশ্বের চূড়া হতে /
যে মাকে রেখে গেছো উত্তরপ্রজন্মের কাছে /
তাঁকে ছেড়ে আমি কোথাও যাবো না।

রচনাকাল : (পহেলা আগস্ট ২০১৭/ বিকেল সাড়ে চারটা, বাসভূমে)

লেখক- সভাপতি,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) ও মুক্তিযুদ্ধের পক্ষের পেশাজীবী সংগঠনগুলোর মোর্চা ‘পেশাজীবী সমন্বয় পরিষদ,চট্টগ্রাম’-এর সাধারন সম্পাদক ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.