একঘন্টায় রোপন হলো সাড়ে ৪ লাখ চারা

0

এম. রমজান আলী, রাউজান:: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র পৃষ্ঠপোষকতা ও উপজেলা প্রশাসন-উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেশের সবচেয়ে বড় বৃক্ষ রোপন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৫জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২ টার মধ্যে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে একযোগে

এক ঘন্টায় সাড়ে চার লাখ ফলজ গাছের চারা রোপন করা হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়,

সকাল ১১টা থেকে এবিএম ফজলে করিম চৌধুরী তাঁর গাড়িবহরে উপজেলার বিভিন্নস্থানে চারা রোপন কর্মসূচি পরিদর্শন ও বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।

রাউজান কলেজ গেইটে গাড়ি বহর থামিয়ে বৃক্ষরোপন করার জন্য গাড়ি থেকে নেমে পড়েন। তিনি নিজেই বৃক্ষ রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ,

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, রাউজান কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবীব চৌধুরী হাসান, হাসান মুহাম্মদ রাসেল,

সাবেক কাউন্সিলর শামীমুল ইসলাম চৌধুরী শামু, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মো. তসলিম উদ্দিন, কাউন্সিলর এ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, কাউন্সিলর আজাদ হোসেন আব্দুল মান্নান সওদাগর,

ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু ছালেক, সাদিকুজ্জামান শফি, কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইমু, ফয়সাল তালুকদার প্রমূখ।

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তারা চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দু’পাশে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দু’পাশে, উপজেলার বিভিন্ন অভ্যন্তরিণ সড়কে দু’পাশে, মসজিদ, মন্দির,

স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে, ইউনিয়ন পরিষদের পাশে, পুকুর পাড়েসহ সবখানে এসব ফলদ গাছের চারা রোপন করা হয়।

দেশের সবচেয়ে বড় এ বৃক্ষরোপন কর্মসূচিতে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ২টায় বৃক্ষরোপন বাস্তবায়ন পরবর্তী প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন,

প্রথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়তন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আমীনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.