এক বছরে দুইবার গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ

0

সিটিনিউজ ডেস্ক :  এই বছরে গৃহস্থালিতে এক বছরে দুইবার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

আজ রবিবার(৩০জুলাই) বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে  এ রায় দেয়।

সেই সাথে আগস্ট মাস থেকে আগের মূল্য বহালেরও নির্দেশ দেন আদালত। এছাড়া গত তিন মাস নেয়া বর্ধিত মূল্য সরকারকে ফেরত দেয়ারও আদেশ দেন দেশের উচ্চ আদালত।

এর আগে এই বছরের ১ মার্চ বাসা বাড়িতে এক চুলা ৬০০ এবং দুই চুলা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ এবং দুই চুলার দাম ৮০০ টাকা নির্ধারণ করেন।

পরে গত ১ জুন দ্বিতীয় দফায় আবারো বাড়িয়ে এক চুলা ৯০০ এবং দুই চুলা ৯৫০ টাকা নির্ধারণ করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর গ্রাহকরা যে গ্যাসের বাড়তি বিল দিয়েছে সেটি তারা ফেরত পাবে না। আদালত এটি মার্জনা করে দিয়েছে।

তবে রিট আবেদনকারীরা জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের ফলে গ্রাহকরা পূর্বের বিলই পরিশোধ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.