এল ক্ল্যাসিকো খেলা হচ্ছে না নেইমারের

0

খেলাধুলা : বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু হবে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালের বিপক্ষে বার্সার জয়ের বিকল্প নেই। তাই বার্সার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছে না দলের অন্যতম সেরা তারকা নেইমার।

এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে, এল ক্লাসিকোর একাদশে নেইমার থাকছে না।

মালাগার বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখেন নেইমার। এদিকে রেফারির সিদ্ধান্তের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন নেইমার । তাতে নেইমারের নিষেধাজ্ঞার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি এখনো কোনো আইনি সুরাহা হয়নি। তাই বার্সেলোনা নেইমারকে একাদশে রাখছে না।

৩১ ম্যাচে ২৩ জয়ে রিয়ালের পয়েন্ট ৭৫। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২২ জয়ে বার্সার পয়েন্ট ৭২। আজ জিতলে সাময়িক সময়ের জন্য ব্যবধান ঘুচে সমতায় দাঁড়াবে। আর হেরে গেলে ব্যবধান হয়ে যাবে ছয়। লিগের শেষ পাঁচ ম্যাচে এই ব্যবধান কমিয়ে শিরোপা জেতাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে লুইস এনরিকের শিষ্যদের জন্য।

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো সরাসরি সম্প্রচার করবে টেন-১, সনি ইএসপিএন ও সনি সিক্স। বার্সেলোনার মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি রিয়াল মাদ্রিদ ১-১ ব্যবধানে ড্র করেছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.