কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কওমী মাদ্রাসার স্বীকৃতির সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।
কওমী মাদ্রাসার স্বীকৃতি অনেক পুরনো বিষয় ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্র শিক্ষা গ্রহণ করছে। ভবিষ্যতে ছাত্ররা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দ্বীনের কাজ করতে পারে সে জন্যই প্রধানমন্ত্রী তাঁর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
রবিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.