‘কমওয়ার্ড এর ৭ম আসর’-১৯ আগস্ট

0

সিটিনিউজ ডেস্ক :: আগামী ১৯ আগস্ট ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ‘কমওয়ার্ড এর ৭ম আসর’ অনুষ্ঠিত হবে।

প্রতি বছর দেশের সব চেয়ে ভালো বাণিজ্যিক যোগাযোগ প্রচারণাকে স্বীকৃতি জানায় কমওয়ার্ড।

এটি হচ্ছে ২০০৯ সন থেকে ব্যবসায় ও মার্কেটিংয়ে সৃজনশীল যোগাযোগের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ উদ্যোগ ।

১৭ ক্যাটাগরিতে ৪৩ টি এজেন্সি থেকে এই বছর সর্বমোট ৩৫৫টি মনোনয়ন পাওয়া গিয়েছে।

গত বছর, কমওয়ার্ড এর ২৫টি অ্যাওয়ার্ড ক্যাটাগরি ছিল।

এই বছর ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে ১১টি ক্যাটাগরি বাদ এবং ৩ টি ক্যাটাগরি যোগ করা হয়েছে।

এই নতুন ক্যাটাগরিগুলো হচ্ছে- পিআর, বেষ্ট ইউজ অফ আইডিয়া ও বেস্ট ক্যাম্পেইন বাই নিউ এজেন্সি।

এই বছর ৩টি লেভেলে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ২টি জুরি সেশনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অ্যাওয়ার্ড এর তিনটি লেভেল হচ্ছে- গ্র্যান্ড প্রি, গোল্ড এবং সিলভার।

একটি জমকালো আনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ী ক্যাম্পইনগুলোকে পুরস্কৃত করা হবে ১৯ আগস্ট সন্ধায়।

ঐদিন সকাল থেকে একই ভেনু তে অনুস্থিত হবে ৭ম কমিউনিকেসন সামিট ।

কমিউনিকেশন সামিট ও কমওয়ার্ড দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অনুষ্ঠান।

সামিটে বিশেষজ্ঞরা বৈশ্বিক যোগাযোগ ইন্ডাস্ট্রির বর্তমানের ট্রেন্ড ও আভ্যন্তরিন বিষয় নিয়ে কথা বলেন এবং অ্যাওয়ার্ড গালা সবচেয়ে ভালো স্থানীয় ক্যাম্পইনগুলোকে পুরস্কিত করে।

এই বছরের সামিটের থিম হচ্ছে ‘এমপাওয়ারিং ক্রিয়েটিভিটি থ্র এ মালটি-কানেকটেড ওয়ার্ল্ড’ বা  ‘বহুমাত্রিক যোগাযোগসক্ষম বিশ্বের মাধ্যমে সৃজনশীলতার ক্ষমতায়ন’।

সামিটে কী-নোট স্পিচ দিবেন ৪ জন বিশ্বসেরা বিশেষজ্ঞ।

তার সাথে থাকছে ২টি প্যানেল ডিসকাশন, ২টি ভিডিও সেশন, ৪টি এজেন্সির কেস স্টাডি এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত ১টি ওয়াক-ইন ওয়ার্কশপ।

শুধু অংশগ্রহণকারীদের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণে থাকবে অনন্য কানস লায়নস প্রদর্শনী।

এই বছরের কমওয়ার্ড এবং কমিউনিকেশন সামিটের পৃষ্ঠপোষক দ্য ডেইলি স্টার এবং আয়োজন সহযোগিতায় রয়েছে কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ক্রিয়েটিভিটি।

এই ইভেন্টের সাথে আরও আছে ইভেন্ট পার্টনার লা মেরিডিয়ান দি ঢাকা, স্ট্র্যাটেজিক পার্টনার রোয়ারিং লায়ন্স, নলেজ পার্টনার এমএসবি, এয়ারলাইন্স পার্টনার ইতিহাদ এয়ারওয়েজ, ভিজুয়াল কনটেন্ট পার্টনার তরুণ, ডিজিটাল কনটেন্ট পার্টনার ফায়ারফ্লেম মিডিয়া,  লাইফ স্টাইল পার্টনার অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস, আইটি পার্টনার আমরা, অডিও ভিজুয়াল পার্টনার আতশ, পিআর পার্টনার মাস্টহেড পিআর, টিভি পার্টনার একাত্তর টিভি, রেডিও পার্টনার রেডিও টুডে, সোশ্যাল মিডিয়া পার্টনার ওয়েবেবল ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.