কমফোর্ট হাসপাতালের ৩য় বর্ষপূর্তি উদযাপন

0

মিরসরাই প্রতিনিধি::উত্তর চট্টগ্রামের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মিরসরাইয়ের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে হাসপাতাল অডিটরিয়ামে জাকজমকভাবে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়।

সকালে কোরআন খতম ও বিকেলে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ। বিকেলে কেক কাটা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ মিরসরাই সার্কেলের এএসপি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, মিরসরাই মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী, সাংবাদিক রাজু কুমার দে, মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকমের সম্পাদক এম আনোয়ার হোসেন, রক্তের বন্ধনে মিরসরাই’র সহ-সভাপতি মেহেদী হাসান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, আশরাফ ভূঁইয়া ফরহাদ, আইটি সম্পাদক নাহিদ হোসেন, জনতার রক্তের সেবায় আমরা সংগঠনের সভাপতি রাসেল খাঁন, হিউম্যান এইড ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সদস্য এইচ.আই শরীফ, মিরসরাই মুক্তি ফাউন্ডেশন করেরহাট শাখার আহবায়ক আজাদ চৌধুরী, হাসপাতালের পরিচালক শাহ আলম, শাহাদাত হোসেন, দিদারুল আলম, মিরসরাই উপজেলার মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিলার মেজবা উল আলম বাবুল, সাইনিং স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসেন, একাডেমিক কো-অর্ডিনেটর শাহাদাত হোসেন সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বলেন, মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণের শেষ ভরসা হলো হাসপাতাল। কিন্তু এটিকে ব্যবসায় রুপান্তর করা যাবে না, এটি এক ধরণের মানবসেবা। মানবসেবার ব্রত নিয়ে কমফোর্ট হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সেবা প্রদান করে আসছে। প্রত্যাশা থাকবে কমফোর্ট হাসপাতাল যুগ যুগ টিকে থাকুক মানবকল্যাণে।

বর্ষপূর্তি উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সংগঠন থেকে। তম্মধ্যে উল্লেখযোগ্য রক্তের বন্ধনে মিরসরাই, শান্তিনীড়, হিউম্যান এইড ফাউন্ডেশান, জনতার রক্তের সেবায় আমরা, মিরসরাইনিউজটুয়েন্টিফোরডটকম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.