কায়সার-নিলুফার কলেজ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার হার ও মান বৃদ্ধির জন্য পরিচালনা কমিটি ও শিক্ষকদের আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মেয়রের বাসভবনে সিটি মেয়র ও কায়সার-নিলুফার কলেজ পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সভাপতিত্বে বিগত পরিচালনা কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং আলোচ্য সূচীর উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার সভাপতির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক। মানুষ গড়ার দক্ষ কারিগর। একমাত্র শিক্ষার মাধ্যমে গড়ে উঠতে পারে দায়িত্বশীল সুনাগরিক,উন্নত দেশ ও মর্যাদাশীল জাতি।

সভায় প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সদস্য পেয়ার মোহাম্মদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, পরিচালনা কমিটির সদস্য ও সদস্য সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.