কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করল ছাত্রলীগ

0

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এলাকায় বসবাসরত এসএসসি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ার্ড ছাত্রলীগ। কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সম্মাননা স্মারক সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মজীবনীও উপহার দেয়া হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

শুক্রবার নগরীর মুরাদপুর মোহাম্মদপুর এলাকায় অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা ও ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসাবে এ সকল উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শুকলাল দাশ।

অনুষ্ঠানের সার্বিক পৃষ্টপোষকতা ও সভাপতিত্ব করেন ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারন সম্পাদক নূরুল আজিম রনি।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক শুকলাল দাশ বলেন, ছাত্রলীগ প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ ছাত্র সংগঠন।এভাবে সৃজনশীল কাজে ছাত্রলীগ এগিয়ে আসবে তা সকলে প্রত্যাশা করি। মেধা মনন আর নতুনত্বের উৎকর্ষে ছাত্রলীগ ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করলে এদেশে প্রগতিশীল ছাত্র রাজনীতিতে বৈপ্লবিক ছাত্র জাগরন হবে। আমি শিক্ষাঙ্গণে বর্তমান ছাত্রলীগের বাণিজ্যকায়ন বিরোধী ও দূর্নীতি প্রতিরোধ করার কর্মসূচীকে স্বাগত জানায়। আমি আশা রাখি ছাত্রলীগের এই কর্মসূচি সামনের দিনেও জাতির শিক্ষা ব্যবস্থা উন্নয়নে মূখ্য ভূমিকা পালন করবে।

এসময় সাংবাদিক শুকলাল দাশ আরো বলেন, প্রতিটি পাড়া মহল্লার ছাত্রলীগকে অনুরোধ করব তোমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মত সৃজনশীল কর্মসূচীতে এগিয়ে আসো। এস.এস.সি এইচ.এস.সি ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে উত্তীর্ণ শিক্ষার্থী সহ উচ্চ শিক্ষায় যারা ভালো ফলাফল করছে তাদের সম্মাননা প্রদান কর। তাদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মজীবনীর বই উপহার হিসাবে তুলে দাও।

এসময় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বক্তব্য বলেন, প্রতিটি কৃতিত্বের পেছনে একটি স্বার্থক গল্প থাকে। আমরা তোমাদের সেই গল্প শুনতে ও শুনাতে চাই। তোমাদের কৃতিত্বে আমরা সম্মাননা জানাতে এসেছি। তোমাদের কৃতিত্বে আমরা আনন্দ প্রকাশ করতে এসেছি।

এসময় নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক নূরুল আজিম রনি বলেন, প্রতিটি পাড়ায় মহল্লার ছাত্রলীগ যদি এমন কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে তবে দেশ ধ্বংসের অপশক্তি হিসাবে পরিচিত জামাত শিবির অনেকটুকু পরাস্ত হবে। দেশবিরোধীশক্তির এই জামাত শিবির ঠেকাতে এমন কর্মসূচী সকলের গ্রহণ করা উচিত। শেখ হাসিনা সরকারের শিক্ষা সেবা সকল শিক্ষার্থীর কাছে সহজলভ্য করতে ছাত্রলীগকে দিনরাত পরিশ্রম করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন পারভেজ, আবদুল আল আহাদ, নোমান চৌধুরী রাকিন, মুজিবুর রহমান রাসেল, মেহেদী, ফাহিম, রায়হান, ইমরান হোসেন ইমন, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, রবিউল ইসলাম খুকু, সোহেল বড়ুয়া, এস.এম. সাদমান শাহরিয়ার, মো: জহির, ইমতিয়াজ সুলতান ইকরাম, নাছির উদ্দিন সুমন, মোস্তফা আবির, ইমাম হোসেন, আলী হোসাইন, মো: ফয়সাল, মো: সবুজ, সৈয়দ জামিল, ফরহাদুল ইসলাম আকাশ, ইকবাল হোসেন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মাইমুন উদ্দিন মামুন, ফখরুজ্জামান আল ফয়সাল, প্রবর্তক কলেজ ছাত্রলীগ নেতা সবুজ শেখ, নীলয় সুকুল অনিক, ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবু সাঈদ নিশান, রনি, মুকুল, সুমন, রাফি প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.