কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত, চন্দনাইশ ছাত্রলীগের কমিটি অচল

0

মো. দেলোয়ার হোসেন,চন্দনাইশ::বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক চন্দনাইশ ছাত্রলীগের কার্যক্রম অচল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদরাসা, ওয়ার্ড কমিটির অনুমোদন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ (সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক) ব্যতিত অন্য কেউ অনুমোদন দিতে পারে না।

কোন মন্ত্রী, এমপি বা বিলুপ্ত কমিটির কোন নেতা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়ার এখতিয়ার রাখে না বা গ্রহণযোগ্য নয়। সভাপতি/সাধারণ সম্পাদক যে কোন একজনের কমিটি অগ্রহণযোগ্য।

এ ধরনের কমিটি অনুমোদন দেয়া হলে বা কমিটির কেউ সভাপতি/সাধারণ সম্পাদক দাবী করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের এ প্রেস বিজ্ঞপ্তির কারণে চন্দনাইশ ছাত্রলীগের কমিটির কার্যক্রম অচল হয়ে পড়েছে। উল্লেখ্য যে, গত ২৪ জুলাই ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অনুমোদন দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। উক্ত কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছিল। উক্ত কমিটিতে গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান চৌধুরীকে সভাপতি ও খোরশেদুল আলম ইমতিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটি সে থেকে অদ্যাবধি ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম, পোস্টার, ব্যানার দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়েছিলেন।বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির কারণে আগামীতে সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.