কোনো দলের নয়, কুমিল্লাবাসীর মেয়র হবো: সীমা

0

সিটিনিউজ ডেস্ক::কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা জানিয়েছেন, তিনি বিজয়ী হলে কোনো দল বা পরিবারের মেয়র হবেন না, তিনি কুমিল্লাবাসীর মেয়র হবেন। তিনি বলেন, ‘চাটুকার পরিবেষ্টিত হয়ে জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন হবো না।’

মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে সীমা এসব কথা বলেন। কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নে ব্যাপক কাজ করার অঙ্গীকার করেন তিনি।

মেয়র হওয়ার পর জনবিচ্ছিন্ন হবেন না জানিয়ে সীমা বলেন, ‘প্রতি তিন মাস পরপর একবার জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হবে। যাতে করে বিগত কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মূল্যায়ন এবং আগামী কার্যক্রম সম্পর্কে তাদের পরামর্শ গ্রহণ করা যায়।’

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সীমা বলেন, ‘আমি আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলেও কখনোই দলের বা পরিবারের মেয়র হবো না। আপামর কুমিল্লাবাসীর মেয়র হবো।’

সীমা বলেন, ‘জনসাধারণের জন্য মেয়রের কার্যালয় উন্মুক্ত থাকবে। রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কখনো মেয়রের কর্মকাণ্ড পরিচালনা করবো না। বিগত দিনে যারা সিটি করপোরেশন/পৌরসভার নেতৃত্বে ছিলেন তাদের সবার প্রয়োজনীয় পরামর্শ নেব। নাগরিক সেবা প্রদান এবং নাগরিক সন্তুষ্টি বিধানই হবে আমার কার্যক্রমের মূল ভিত্তি।’

আওয়ামী লীগ পরিবারের এই সদস্য বলেন, ‘জনগণের সেবক হবার ব্রত নিয়েই এই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সেবক হতে চাই, শাসক হতে চাই না। সবার ন্যায্য চাহিদা পূরণে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবো।’

নগরবাসীকে আশ্বস্ত করে সীমা বলেন, ‘আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি কারো সাথে অসৌজন্যমূলক আচরণ করে মেয়রের কার্যালয় থেকে ফিরিয়ে দেব না।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা কান্দিরপাড় রামঘাটলায় আওয়ামী লীগের জেলা অফিসের সামনে নির্বাচনী এই ইশতেহার ঘোষণা করেন আঞ্জুম সুলতানা সীমা। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মেয়র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী জাফর উল্যাহসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমাদের প্রিয় প্রার্থী আগামী দিনের আধুনিক উন্নত সমৃদ্ধ ও শান্তির কুমিল্লা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আশা করি প্রিয় কুমিল্লাবাসী আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। কুমিল্লাকে বিভাগ ঘোষণার মাধ্যমে আধুনিক উন্নত ও সমৃদ্ধ নগরী গড়ে তোলার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন তা বাস্তবায়নে সহায়তা করবেন।’

ইশতেহার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কুমিল্লা জেলা পরিষদের সাবেদ প্রশাসক ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.