‘কোন শিশুই শিক্ষার আলোর বাইরে থাকতে পারবে না’

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর চান্দগাঁও এর চর রাঙ্গামাটিয়ায় স্থাপিত ইউসেফ মাবিয়া রশিদিয়া স্কুলের পুরস্কার বিতরনী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, দেশের কোন শিশুই শিক্ষার আলোর বাইরে থাকতে পারবেনা। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। সরকারে এ কার্যক্রমের সাথে বেসরকারী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারী উদ্যোগ সরকারের লক্ষ্য অর্জনে গতিশীলতা আনতে পারে। ইউসেফ ও মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন এই চরাঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে যোগ্য নাগরিক গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মো. আবু তাহের, মো. অলিদ চৌধুরী, ইউসেফের ডেপুটি প্রোগ্রাম অফিসার মো. শফিকুল আলম, চট্টগ্রাম উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, মো. নুরুল আফসার, ৫ নং মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম, প্রধান শিক্ষক এনামুল হক, প্রধান শিক্ষক মো. জিয়াউদ্দিন, এস এম আনোয়ার মির্জা, আহমুদুর রহমান মেম্বার, রঞ্জিত চৌধুরী, মো. হাশেম, হাসান মুরাদ চৌধুরী, অভিভাবক প্রতিনিধি হাসিনা আক্তার প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.