গুপ্তহত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি : সনাতনী ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বৃহষ্পতিবার (১৬ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালীতে মানববন্ধন করেছে। তাদের পাশাপাশি ছাত্র শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতাসহ লোকজন এতে অংশ নেন।

শ্রী শ্রী ঠাকুর অনূকুল চন্দ্র সৎসঙ্গ ও রাঙ্গুনিয়া সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আহবায়ক ডা. এস.কে বল শুভ। সদস্য সচিব শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি নির্মল কান্তি দাশ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙ্গুনিয়া শাখার সাধারন সম্পাদক তপন বিশ্বাস রতন, বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়ার সাধারন সম্পাদক শৈবাল চক্রবর্ত্তী, পূজা পরিষদ নেতা নির্বানীতোষ সাহা ভাস্কর, অরুন কান্তি বৈদ্য, শ্রীমৎ পৌরানন্দ ব²্রচারী, জাগো হিন্দু পরিষদের শিমুল চৌধুরী,গণসেবক সঙ্গ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহবায়ক দোলন কুমার দে (সহ প্রতি ঋত্বিক), সমর কান্তি দে(স.প্র.ঋ), অরুপ বিশ্বাস(স.প্র.ঋ), সমীর কান্তি দে(স.প্র.ঋ), পলাশ দাশ((স.প্র.ঋ) প্রিয়দা রঞ্জন দে(স.প্র.ঋ), বটন কর, মুক্তিযোদ্ধা শম্ভু দে, ডা. সমীরন দেবনাথ, জ্যোতিষী লিটন আচার্য, ডা. উজ্জ্বল কুমার নাথ, মাষ্টার হরিপদ দাশ, বিকাশ দে, রাঙ্গুনিয়া সর্বদলীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মাসুদ হাসান সোহেল প্রমুখ। হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে সংহতি প্রকাশ করেন ইস্কন রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়া শারদাঞ্জলী ফোরাম, শ্রী শ্রী হরে কৃষ্ণ যুব সংঘ, সৎ সঙ্গ স্বস্তি সেবক পরিষদ, সৎসঙ্গ কৃষ্টি পরিষদ, ইছামতি একতা সংঘ, বাংলাদেশ সনাতনী সমাজ কল্যান পরিষদ, রাঙ্গুনিয়ার বিভিন্ন আঞ্চলিক সৎসঙ্গ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন ধর্মীয় সংগঠনের নেতারা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.