গুরুতর অসুস্থ ডিপজল

0

বিনোদন ডেস্ক:: ‘সানডে-মানডে ক্লোজ কইরা দিমু’- জনপ্রিয় এই ডায়লগে খ্যাতি পাওয়া অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

নির্মাতা মনতাজুর রহমান আকবর বুধবার সকালে জাগো নিউজকে বলেন, ডিপজল সাহেব ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। উনার হার্টের সমস্যা। কাল বিকেলে ভর্তি হয়েছেন তিনি। আজ বিকেলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। ছবিটিতে নায়ক ডিপজলের বিপরীতে নায়িকা ছিলেন মিষ্টি।

এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। নব্বই দশকের শেষ দিকে এসে নতুন পরিচয় নিয়ে চলচ্চিত্রে আসেন ডিপজল। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবিতে তিনি প্রথম ভিলেনের চরিত্রে অভিনয় করেন। ওই ছবি রীতিমতো সাড়া ফেলে দেয়। অবস্থা এমন হয়েছিল যে ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.