চকরিয়ায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

0

চকরিয়া প্রতিনিধি ::কক্সবাজারের চকরিয়ায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ২৯ সেপ্টেম্বর সকাল ৭টায় উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী গ্রামে চিংড়িজোন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন জানান, চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের বহলতলীর চিংড়িঘেরে কিছু অস্ত্রধারী লোক অবস্থান করেছিলো। পরে র‌্যাব সদস্যরা গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় তিন ঘের কর্মচারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, খুটাখালী ইউনিয়নের আবদুস সালামের পুত্র মো: আইয়ুব আলী (২১), একই এলাকার মো: হোছনের পুত্র মো: আইয়াছ (২২) ও আবুল কাশেমের পুত্র মো: আবদুল হামিদ (২৩)। পরবর্তীতে তাদের স্বাীকারোক্তী মতে বিভিন্ন চিংড়িঘেরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নোয়স্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র গুলো হল, ওয়ানশুটার গান ৪টি, এসবিবিএল ৬টি, কাটা রাইফেল ৩টি, .১২ বোর কার্তুজ ৩০টি, মোবাইল ২টি, সিম কার্ড ৩টি, নগদ ৪১০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা চিংড়িঘের এলাকায় নিরাপত্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিলো। ঘেরের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র এবং গোলাবারুদসহ তারা ডিউটি করতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, র‌্যাব ৭ চকরিয়ার খুটাখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার কথা জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.