চট্টগ্রামে জনজীবনে নাভিশ্বাস

0

জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ :: চট্টগ্রামের জনজীবনে এখন নেমে এসেছে নাভিশ্বাস ।

নগরীর রাস্তায় চলাচল থেকে শুরু করে জলাবদ্ধতা, জোয়ারের পানি, বাজার গৃহস্থালী সব ক্ষেত্রেই জনপদ, ব্যবসা কেন্দ্র ও লোকালয় পড়েছে দুর্ভোগে।

স্বল্প বৃষ্টিতে ও জোয়ার ভাটায় প্রতিদিন ডুবছে মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা। নগরীর রাস্তাঘাট কোমরপানিতে ডুবে থাকে প্রায় প্রতিদিন। নগরীর রাস্তাঘাট ও শহর এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

বৃষ্টি এলেই নগরীতে কোমর পানিতে নিমর্জ্জিত হওয়া, বেহাল রাস্তাঘাট, পাহাড় ধ্বসের শঙ্কা নিয়ে বসবাস, বন্যা দুর্গত এলাকায় ত্রান সংকট, বাড়ছে রোগবালাই, চাল সহ নিত্য প্রয়োজনীয় পন্যের উর্দ্ধগতি, সংকট নিরসনে সমন্বয়হীনতা সহ নানা সমস্যা হাবুডুবু খাচ্ছেন সাধারন মানুষ।

বিক্ষুদ্ধ হয়ে উঠেছে মানুষ। সরকারের ভাবমুর্তি বিনষ্ট করতে সিটি কর্পোরেশন, সিডিএ ও ওয়াসাই যথেষ্ট।

চট্টগ্রামের রাস্তায় এখন নৌকা চলে। সরকারী দপ্তর কর বিভাগ ও জেলা পুলিশ রাস্তায় চলাচল করতে যানবাহনের পরিবর্তে ক্রয় করেছে নৌকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.