চট্টগ্রামে ডাকাত নুরুকে অস্ত্রসহ গ্রেফতার ৪

0

সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দর নগরীর কোতোয়ালি থানার পোলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে রোববার রাত সাড়ে দশটায় গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র-গুলি সহ শীর্ষ ডাকাত ও অস্ত্রধারী নুরুকে ৩ সহযোগী সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– মো. তাজউদ্দিন ওরফে নুরু (৩৩), দিদারুল আলম ওরফে রিদোয়ান (৪৬), মো. মোস্তফা (২২) ও মো. জিসান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সদস্য। নগরীর বিভিন্ন স্থানে চুরি, ডাকাতির সঙ্গে তারা সম্পৃক্ত।

এদের মধ্যে নুরুর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় তিনটি ও ভুজপুর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুইটিসহ আরও পাঁচটি মামলা রয়েছে।

এছাড়া দিদারের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী ও বাকলিয়া থানায় তিনটি, মোস্তফার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি ডাকাতি মামলা ও জিসানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আরও একটি করে মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ জানান, একটি অস্ত্র মামলায় কারাভোগ করে কয়েকমাস অগে জামিনে ছাড়া পায় নুরু। কারাগার থেকে ছাড়া পেয়ে দলবল নিয়ে ডাকাতি করতে টাইগারপাস এলাকায় জড়ো হয়েছিল।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পোলোগ্রাউন্ড মাঠের মেলা কমিউনিটি সেন্টার এলাকায় অবস্থান নেয় তারা। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, দুইটি চাপাতি, তিন রাউন্ড গুলি, ছুরি উদ্ধার করা হয় বলে জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.