চট্টগ্রাম জেলা পরিষদের উপ-নির্বাচনে পারভেজ মাহমুদ নির্বাচিত

0

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের (ফটিকছড়ি ৬ নং ওয়ার্ড) সদস্য পদে উপ-নির্বাচন মঙ্গলবার(২৩ মে) ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সদস্য ও আ.লীগ নেতা প্রয়াত ড. মাহমুদ হাসানের মৃত্যুর পর এ পদটি শূণ্য হয়। এতে অটোরিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করে ৮৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন প্রয়াত ড. মাহমুদ হাসানের পুত্র আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।

তার নিকটতম প্রতিদন্ধি ফটিকছড়ি উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক টিউবওয়েল প্রতীকের আমান উল্লাহ চৌধুরী লিটন পেয়েছেন ৭২ ভোট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো ১৫৭। তম্মধ্যে ১৫৬ জন ভোটার স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা চলা এ ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.দেলোয়ার হোসেন ।

সদস্য পদে বিজয় লাভ করা অটোরিক্সা প্রতীকের আখতার উদ্দিন মাহমুদ পারভেজ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাবা আমৃত্যু ফটিকছড়ির মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবদ্দশায় বাবা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ শিক্ষা দিয়ে গেছেন। বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন কাজ করবো।’

উল্লেখ্য, এ পদে নির্বাচিত হওয়া চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য ড.মাহমুদ হাসান দায়িত্ব গ্রহনের দু‘মাসের মধ্যে আকষ্মিক মৃত্যু হলে পদটি শূণ্য হয়। তার পুত্র পারভেছ মাহমুদ পিতার শূন্য আসনে আসিন হলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.