চট্টগ্রাম নগরীর সড়কগুলো এখন আতঙ্ক

0

গোলাম সরওয়ার : চট্টগ্রাম নগরীর সড়ক এখন মরণ ফাঁদ। চলাচল করতে গিয়ে আতঙ্ক আর নানা দুশ্চিন্তা ভর করে চালক ও যাত্রীদের মাঝে। বড় বড় গর্ত আর ভাঙ্গাচোরা সড়কে যানবাহন উল্টে যাচ্ছে। গত বৃহস্পতিবার আগ্রাবাদ এক্সেসরোড এলাকায় সড়কের গর্তে চাকা পড়ে কন্টেইনার বাহী লরির চাকা দেবে পড়ে।

এতে করে কন্টেইনার বাহী লরির অনেক যন্ত্রাংশের ক্ষতি হয়েছে জানান চালক । নগরজুড়ে সড়কের বেহাল দশার করণে যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছেও দুর্ঘটনা। কোথাও খানাখন্দকে ভরাতো আবার কোথাও বড় বড় গর্ত। পানি আর কাদায় একাকার রাস্তা। আবার কোন জায়গায় বড় গর্তের ওপরই বিপদ সংকেত হিসেবে এলাকাবাসী লাগিয়ে দিয়েছে খুঁটি। আর ইট বিছিয়ে দায় সারার চেষ্টা করছে সিটি কর্পোরেশন।

নগরীর প্রায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে একই অবস্থা। ভাঙ্গাচোরা রাস্তায় যানবাহন হেলে দুলে চলতে গিয়ে যাত্রীদের সইতে হচ্ছে যন্ত্রণা। নষ্ট হচ্ছে মানুষের শ্রমঘন্টা আর গাড়ির যন্ত্রাংশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.